ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আর্থিক-আইনগত সহযোগিতা চেয়েছে ক্রেস্টের মালিকপক্ষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আর্থিক-আইনগত সহযোগিতা চেয়েছে ক্রেস্টের মালিকপক্ষ’

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক

ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষ আর্থিক ও আইনগত সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

রোববার (২৮ জুন) বিকেলে ডিজিটাল প্লাটফর্মে ক্রেস্ট সিকিউরিটিজ নিয়ে  আয়োজিত ডিএসইর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএসইর এমডি বলেন, আমার কাছে একটি ইমেইল এসেছে। তবে সেটা ক্রেস্ট সিকিউরিটিজের কি-না, তা এখনও নিশ্চিত নই। তবে ইমেইলে ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষ দাবি করে তারা ডিএসইর কাছে আর্থিক ও আইনগত সহযোগিতা চেয়েছে। এছাড়া ইমেইলে পাওনাদাররা বিভিন্ন হুমকি দিচ্ছে বলেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে ডিএসইর কিছু করার নেই। ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়