ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য শহিদ ইসলামকে (পাপুল)। প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকের পরিচালক, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদে আসীন ছিলেন বহুল আলোচিত মানব ও অবৈধ মুদ্রাপাচারে অভিযুক্ত হওয়া এ সংসদ সদস্য।

শনিবার (২৮ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে (পাপুল) সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান তমাল পারভেজ এনআরবিসির পর্ষদ সভার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি দাবি করেছেন, ‘ফৌজদারি অভিযোগ ওঠায় পাপুলকে নিয়ে ব্যাংক (এনআরবিসি) প্রশ্নের মুখে পড়ুক, আমরা সেটি চাই না। তাই পর্ষদের এ সিদ্ধান্ত।

শহিদ ইসলাম (পাপুল) ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর পর্ষদে পরিবর্তন আসে। আর এতেই ভাগ্য খুলে যায় শহিদের। ব্যাংকটির বিভিন্ন দায়িত্ব আসে তার কব্জায়।


শাহ আলম/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়