ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যাংকগুলোর বিশেষ তহবিলের বিষয়ে জানতে চেয়েছে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্যাংকগুলোর বিশেষ তহবিলের বিষয়ে জানতে চেয়েছে বিএসইসি

পুঁজিবাজারে ২০০ কোটি টাকার বিশেষ বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ে জানতে চেয়ে তালিকাভুক্ত ৩০ ব্যাংককে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৯ জুন) বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংকগুলোর কাছে এ তথ্য জানতে চাওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে ওই বিশেষ তহবিল গঠন ও বিনিয়োগ সম্পর্কে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে তারল্য সমাধানে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে।  এ লক্ষ্যে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য সার্কুলার জারি করেছে। 

এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ী, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তহবিল গঠন ও বিনিয়োগের তথ্য জানানোর জন্য অনুরোধ করা হলো।  এক্ষেত্রে গত ১০ ফেব্রুয়ারি এবং ২৮ জুনের বিনিয়োগের তথ্য জানানোর জন্যও বলা হয়েছে।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়