ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সিভিও পেট্রোর কনডেনসেট সরবরাহ বন্ধ থাকবে ৩ মাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিভিও পেট্রোর কনডেনসেট সরবরাহ বন্ধ থাকবে ৩ মাস

পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির সব প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, আগামী ৩ মাস কনডেনসেট সরবরাহ সাময়িক স্থগিতের কারণে সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে পারবে না।

এদিকে, গত ২৭ জুন এ সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুসারে, পেট্রোবাংলা পরবর্তী তিন মাসের জন্য তার সমস্ত প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে।  ফলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

 

এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়