ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পারপিচ্যুয়াল বন্ডকে মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্তির সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পারপিচ্যুয়াল বন্ডকে মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্তির সিদ্ধান্ত

ব্যাংকের ইস্যু করা সব পারপিচ্যুয়াল বন্ডকে লেনদেনযোগ্য সিকিউরিটিজ হিসাবে স্টক এক্সচেঞ্জের মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (০৫ জুলাই) বিএসই‌সির ৭৩১তম নিয়মিত ক‌মিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌ গে‌ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের ইস্যু করা সব পারপিচ্যুয়াল বন্ডকে লেনদেনযোগ্য সিকিউরিটিজ হিসাবে স্টক এক্সচেঞ্জের মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হ‌বে।  এজন্য প্রয়োজনীয় বিধি-বিধান প্রণয়ন করা হ‌বে।


ঢাকা/এন‌টি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়