ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৬১ পরিচালককে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৬১ পরিচালককে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারনের নির্দেশ

ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারনের লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ পরিচালককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে শেয়ার ধারণের কার্যক্রম শুরু করতে হবে।  আর ৪৫ দিনের মধ্যে ওই পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করতে হবে।

গত বৃহস্পতিবার (০২ জুলাই) ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে ওই ২২ কোম্পানির ৬১টি পরিচালক পদে থাকতে পারবেন না।

বিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, যে ২২ কোম্পানির পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে বেশির ভাগই বিমাখাতের কোম্পানি।

কোম্পানিগুলো হলো- প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, কর্ণফুলী ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, দুলামিয়া কটন, ইমাম বাটন, ইনটেক, কে অ্যান্ড কিউ, ইউনাইটেড এয়ার, ফু–ওয়াং সিরামিক ও ওয়াটা কেমিক্যালস।

জানা গেছে, ২০১১ সালের ২২ ডিসেম্বর পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে নির্দেশনা দেয় বিদায়ী ড. এম খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিএসইসি। বিএসইসির আইনের ‘২সিসি’ ধারার ক্ষমতাবলে ন্যূনতম শেয়ার ধারণের এ নির্দেশনা জারি করা হয়।  তবে শুরুতে এই নির্দেশনাটি নিয়ে কয়েকটি কোম্পানির পরিচালক হাইকোর্টে রিট করেছিলেন।  তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসইসির নির্দেশনাটির পক্ষে রায় দেন হাইকোর্ট।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, পুঁজিবাজারে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২২ কোম্পানির ৬১ পরিচালককে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে শেয়ার ধারণের কার্যক্রম শুরু করতে হবে।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়