ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৮ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৮ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

স্বাভাবিক লেনদেনের সময়সূচিতে ফিরছে দেশের উভয় পুঁজিবাজার।  বুধবার (৮ জুলাই) থেকে আগের মতোই প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় ডিএসই ও সিএসই এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে।  নতুন সময়সূচি অনুযায়ী বুধবার (৮ জুলাই) থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

১৮ মার্চ ২০২০ ডিএসই’র ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যন্ত।  পরবর্তী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে ১৮ জুন থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুননির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷

এদিকে সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ব্যাংকের ব্যাংকিং সেবার সময় পরিবর্তন করে স্বাভাবকি সময়ে ফেরত আসার কারণে সিএসইর লেনদেনের সময়সূচিও পরিবর্তন করে স্বাভাবকি সময়ে নেওয়া হচ্ছে।  নতুন সময়সূচি অনুযায়ী বুধবার থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।  এ সময়সূচি পরবর্তী সময়ে নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।  পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ঢাকা/এনটি/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়