ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।  গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে।  আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১০.৯০ পয়েন্টে।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৬০ পয়েন্ট বা ১৭.২০ শতাংশ বেড়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংকখাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৬ পয়েন্টে, টেলিকমিউনিকেশনখাতের ৭.৬ পয়েন্টে, সাধারণ বিমাখাতের ১১.৭ পয়েন্টে, সেবা-আবাসনখাতের ১২.৭ পয়েন্টে, জ্বালানি-বিদ্যুৎখাতের ১৩.৫ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিকখাতের ১৩.৬ পয়েন্টে, আইটিখাতের ১৬.৯ পয়েন্টে, বস্ত্রখাতের ২০.৩ পয়েন্টে, ওষুধখাতের ২১.৬ পয়েন্টে, সিমেন্টখাতের ২১.৮ পয়েন্টে, বিবিধখাতের ২৩.৩ পয়েন্টে, আর্থিকখাতের ২৫ পয়েন্টে, প্রকৌশলখাতের ২৮.৩ পয়েন্টে, কাগজখাতের ৪১.৪ পয়েন্টে, পাটখাতের ৪৩.৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশখাতের ৪৭.৭ পয়েন্টে, সিরামিকসখাতের ৬০.২ পয়েন্টে এবং ট্যানারিখাতের ৭২.৩ পয়েন্টে।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়