ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসই-সিএসইতে সূচকের পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএসই-সিএসইতে সূচকের পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত আছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২.১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.২৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৯৫০.৮৪ পয়েন্টে ও ১৩৭৬.০৭ পয়েন্টে।

ডিএসইতে এদিন ২৮৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি টাকা কম। সোমবার (১৩ জুলাই) লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দিন শেষে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত আছে ১৮৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬০০.০৩ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত আছে ৮৮টির।

দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

 

ঢাকা/এনটি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়