ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অমর জ্যোতি স্পেশাল স্কুলের তিন শিক্ষার্থীকে ১০ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৭, ৪ ডিসেম্বর ২০২০
অমর জ্যোতি স্পেশাল স্কুলের তিন শিক্ষার্থীকে ১০ লাখ টাকা অনুদান

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর অমর জ‌্যোতি স্পেশাল স্কুলের তিন শিক্ষার্থীকে ১০ লাখ ৩৩ হাজার টাকা অনুদান দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। 

বুধবার (২ ডিসেম্বর) ওই স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস রুম সেশনে অংশ নেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সাক্ষী হান্ডা ও ফাইন্যান্স এক্সিলেন্স টিম লিডার বাবুল সাহাসহ কোম্পানির অন‌্য কর্মকর্তারা। পরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। স্কুলটির নির্বাচিত তিনজন শিক্ষার্থীর এক বছরের শিক্ষাব্যয় হিসেবে ১০ লাখ ৩৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় অমর জ্যোতি স্পেশাল স্কুলের অধ্যক্ষ রাবেয়া ইয়াসমিন নীলা সেখানে উপস্থিত ছিলেন।

অমর জ্যোতি স্পেশাল স্কুল ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নিকেতনের সহযোগী প্রতিষ্ঠান। এ স্কুলে ইনডিভিজ্যুয়াল এডুকেশন প্রোগ্রাম (আইইপি) এবং থিমেটিক এডুকেশন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শিক্ষাগ্রহণ করে থাকে।

বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের কল্যাণে ‘নিকেতন’ এর সঙ্গে কাজ করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়