ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৩ জুলাই ২০২২  
টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রেটিং অনুসারে শীর্ষ ১০ টেকসই ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘Sustainability Rating Recognition Ceremony’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরীর নিকট এই স্বীকৃতির ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত, পূবালী ব্যাংক লিমিটেডের সিআরও ও মহাব্যবস্থাপক নীতিশ কুমার রায় এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম (সিএসআর), সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং সূচকের ওপর ভিত্তি করে এই সাসটেইনেবল রেটিং নির্ধারণ করে।


 

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়