ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁদপুরে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ২২:৫৭, ২৬ নভেম্বর ২০২২
চাঁদপুরে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কর্মশালা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে চাঁদপুরের প্রেস ক্লাব ভবনে দিনব্যাপী অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে এ আয়োজন করে। চাঁদপুর জেলার ৩৩টি তফসিলি ব্যাংকের ৬৪ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।

বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা খায়ের।

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক রুমান আহমদ এবং সহকারী পরিচালক মো. ফয়সাল কবির।

কর্মশালায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইভিপি ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কুমিল্লার আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়