কাবাডি ফেডারেশনের কল্যাণ তহবিলে জনতা ব্যাংকের অনুদান
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৪, ২৯ নভেম্বর ২০২২

আহত কাবাডি খেলোয়াড়দের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য স্বতন্ত্র কল্যাণ তহবিল গঠনে আর্থিক অনুদান দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
সোমবার (২৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের হাতে অনুদানের চেক তুলে দেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও এবং কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।
এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।
ঢাকা/রফিক
আরো পড়ুন