ঢাকা     রোববার   ০১ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৬ ১৪৩০

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও জেনেক্স ইনফোসিসের মধ্যে চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও জেনেক্স ইনফোসিসের মধ্যে চুক্তি

গ্রাহকদের ২৪/৭ ‘কল সেন্টার’ সেবা দিতে জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তি সই করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং জেনেক্স ইনফোসিস’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহজালাল উদ্দিন (ভারপ্রাপ্ত) চুক্তিতে সই করেন।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং জেনেক্স ইনফোসিস এর চিফ সার্ভিস অফিসার বৈভব কাপুর ও জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) মো. রেজওয়ানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়