‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের শক্তিশালী ব্যাংক হিসেবে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।
সম্প্রতি সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ পুরস্কার প্রদান করে।
উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসার মান উন্নয়নে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্বনামধন্য কোম্পানি ও অন্যান্য খাতের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঢাকা/এনএইচ
আরো পড়ুন