ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

‘হার্ড টু ব্রেক’ স্থায়িত্ব নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬১

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৭ সেপ্টেম্বর ২০২৪  
‘হার্ড টু ব্রেক’ স্থায়িত্ব নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬১

‘হার্ড টু ব্রেক’ ট্যাগলাইন নিয়ে অল-নিউ সি৬১ মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দিতে ডিভাইসটিতে রয়েছে এন্টি-ড্রপ প্রোটেকশন, ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার সক্ষমতা।

রিয়েলমি বলছে, সি৬১ মডেলেটের ফোনটিতে আইপি৫৪ রেটিং রয়েছে, যা ধুলা, পানির ছিটা থেকে রক্ষা করবে।

মজবুতভাবে তৈরির পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ১৮জিবি র‌্যাম (৬জিবি+১২জিবি ডায়নামিক র‌্যাম) এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। রিয়েলমি সি৬১ দ্রুত অ্যাপ চালু, মসৃণ মাল্টিটাস্কিং এবং উন্নত ব্যাকগ্রাউন্ড অ্যাপ ধারণ সহজ বলে দাবি করছে কর্তৃপক্ষ। এতে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি।

এ ছাড়াও, সি৬১ এর ৫০এমপি এআই ক্যামেরায় দুটি নতুন ফিল্টার রয়েছে-যার একটি সিনেমাটিক ও অপরটি ক্রিস্প।

দুটি চমৎকার রং অর্থাৎ স্পার্কল গোল্ড ও ডার্ক গ্রিন রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

বাংলাদেশে ফোনটির মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা। এ ছাড়াও, ফ্রি ডেলিভারিসহ বিশেষ ছাড়ে মাত্র ১৪,১৯৯ টাকায় ফোনটি পেতে, গ্রাহকরা একটি দারাজ ভাউচারের মাধ্যমে আবেদন করতে পারেন।

চিশতী/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়