প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবি ব্যাংকের ২ কোটি টাকা
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এবি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে।
এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারদের সহায়তায় এ অনুদান সংগৃহীত হয়, যেখানে এবি ব্যাংক এবং এর সাবসিডিয়ারির সব কর্মকর্তা-কর্মচারী তাদের এক দিনের বেতন দিয়ে অংশগ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেছেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ বিজনেস অফিসার শওকত আজীজ।
ঢাকা/রফিক