ঢাকা     মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৪ ১৪৩২

মৌলভীবাজারে ওয়ালটন ক্রিকেট লিগ অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৭, ১৩ নভেম্বর ২০২৪
মৌলভীবাজারে ওয়ালটন ক্রিকেট লিগ অনুষ্ঠিত

মৌলভীবাজারে ওয়ালটন ক্রিকেট লিগ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে সাইফুর রহমান স্টেডিয়ামে জেলার ১২টি ওয়ালটন প্লাজার ক্রিকেট দল খেলায় অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত ওভারে ফাইনালে মাঠে নামে নবীগঞ্জ ও শ্রীমঙ্গল ওয়ালটন প্লাজা দল।

৫৯ রানের টার্গেটে ব‍্যাটিং করে শ্রীমঙ্গল দল ৩২ রানে নবীগঞ্জকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই খেলায় রানার্সআপ হয় নবীগঞ্জ ওয়ালটন প্লাজা। শ্রীমঙ্গল প্লাজার পিয়াস ম‍্যান অব দ্য ম‍্যাচ নির্বাচিত হন।

আরো পড়ুন:

শ্রীমঙ্গল দলের সেরা বোলার অজিত ও সেরা ব্যাটার পিয়াসকে পুরষ্কৃত করা হয়।

এদিকে, ওয়ালটন ডিজিটাল ক‍্যাম্পেইন সিজন-২১ ডাবল মিলিয়ন অফার উপলক্ষে শুক্রবার সকালে শহরের দর্শনীয় স্থানে বর্ণাঢ‍্য র‍্যালি হয়। এছাড়া টিসার্ট ও বিনামুল্যে খাবার বিতরণ করে মৌলভীবাজার ওয়ালটন প্লাজা।

সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ এক্সিকিউটিভ (সেলস বিভাগ) আরিফুল ইসলাম, সিলেট বিভাগের সেলস ম‍্যানেজার মকসুদুল আলম, মৌলভীবাজার আঞ্চলিক সেলস ম‍্যানেজার কামরুল হাসান, ক‍্যাডিট ম‍্যানেজার আরিফুল ইসলামসহ বিভিন্ন প্লাজার শাখা ম‍্যানেজার ও শাখা সহকারীরা।

/ঢাকা/আজিজ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়