ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

পূবালী ব্যাংক ও ইফাদ মোটরসের চুক্তি 

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২০ জানুয়ারি ২০২৫  
পূবালী ব্যাংক ও ইফাদ মোটরসের চুক্তি 

পূবালী ব্যাংক পিএলসি এবং ইফাদ মোটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইফাদ মোটরসের নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো থেকে রয়্যাল এনফিল্ড মোটরবাইক কেনার ক্ষেত্রে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইফাদ মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ। 

এ সময় পূবালী ব্যাংক পিএলসির হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল; হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খান এবং ইফাদ অটোস লিমিটেডের সিএফও সোহাদেব কে দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়