ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের প্রথম চিকিৎসকদের ডিজিটাল ডিরেক্টরি DoctorBangladesh.com

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৫, ২ নভেম্বর ২০২৫
দেশের প্রথম চিকিৎসকদের ডিজিটাল ডিরেক্টরি DoctorBangladesh.com

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের খুঁজে পাওয়া সহজ কাজ নয়। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে DoctorBangladesh.com. এটি একটি তথ্যনির্ভর, গ্রহণযোগ্য ডিজিটাল ডিরেক্টরি। 

২০১৯ সালে একজন প্রাথমিক শিক্ষকের হাত ধরে তৈরি হওয়া এই ডিরেক্টরি আজ দেশের সবচেয়ে বড় চিকিৎসকদের তথ্যভান্ডারে পরিণত হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলার নিবন্ধিত ও অভিজ্ঞ চিকিৎসকদের তথ্য এক জায়গায় পাওয়া যায়। যে কারণে রোগী সঠিক চিকিৎসক খুঁজে পান খুব দ্রুত এবং সহজেই। 

DoctorBangladesh.com এই ওয়েবসাইটে প্রতিটি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব, কর্মস্থল, চেম্বারের ঠিকানা ও চিকিৎসা ক্ষেত্র (যেমন—হৃদরোগ, ডায়াবেটিস, চর্মরোগ, গাইনোকোলজি, শিশুরোগ, স্নায়ুরোগ ইত্যাদি) বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ফলে রোগীর জন্য সঠিক চিকিৎসক খুঁজে পাওয়া, এবং সিদ্ধান্ত নেওয়া সহজ।  

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন কোনো রোগী ডাক্তারের জন্য গুগলে সার্চ করেন তখন DoctorBangladesh.com এর পেইজ প্রথম দিকে দেখা যায়। এই শক্তিশালী সার্চ উপস্থিতি প্রমাণ করে যে প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য উৎসে পরিণত হয়েছে।

ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা রতন মিয়া। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘‘আমি ক্লাসে শিশুদের পড়াই।  আর সময় পেলেই এই ওয়েবসাইট নিয়ে কাজ করি। আমার লক্ষ্য ছিল খুব সহজভাবে মানুষ যেন নির্ভরযোগ্য চিকিৎসকের তথ্য পায়। দেশের অনেক মানুষ এখনো ভুল তথ্য বা ভুয়া বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়—এই সমস্যা সমাধান করতেই আমি এই প্ল্যাটফর্ম তৈরি করেছি।’’ 

DoctorBangladesh.com এখন শুধু একটি ওয়েবসাইট নয়, বরং এক প্রাথমিক শিক্ষকের স্বপ্ন, যার লক্ষ্য দেশের স্বাস্থ্য তথ্যকে সবার নাগালে নিয়ে আসা।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়