ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিনাঞ্চলের নদীগুলোতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও রাজধানীর বাজারে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।

ক্রেতারা বলছেন, বাজারে ইলিশ মাছে পর্যাপ্ত সরবারাহ রয়েছে কিন্তু দাম কমছে না। এর আগের বছরগুলোতে এই একই সময়ে ইলিশ মাছ কম দামে কিনেছি। তাছাড়া গত সপ্তাহেও ইলিশের দাম কিছুটা কম ছিলো। কিন্তু আজ বড় সাইজের ইলিশ মাছ ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত দিয়ে কিনতে হচ্ছে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। 

এই বাজারে দুই কেজি ওজনের ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে। কিন্তু আজ তা বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকায়। এছাড়া এক কেজি ওজনের ইলিশ গত সপ্তাহে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছিলো। কিন্তু তা আজ বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরে, ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি। ৬০০ গ্রামের প্রতি পিচ ইলিশ বিক্রি করতে দেখা গেছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

বাজারে অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে।  প্রতিকেজি রুপচাঁদা ৮০০ থেকে ৯০০ টাকা, আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকা, মৃগেল ১৮০ থেকে ২৫০ টাকা, বাইলা মাছ ৪০০ টাকা কেজি, চিংড়ি প্রকারভেদে ৪০০ থেকে ৭০০ টাকা, প্রতিকেজি তেলাপিয়া ১২০ থেকে ১৬০  টাকা, পাঙাশ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মোহাম্মদ আনিসুর রহমান নামের এক ক্রেতা রাইজিংবিডিকে বলেন,  ‘গত সপ্তাহেও আমি ইলিশ কিনেছি। গত কয়েকদিন ধরে পত্র পত্রিকায় পড়েছি ইলিশের সরবারাহ অনেক ভালো। তাই ভাবলাম এই সপ্তাহেও দাম কমই হবে। কিন্তু বাজারে এসে দেখি ভিন্ন চিত্র। বড় সাইজের ইলিশের দাম অনেক বেড়েছে৷ তবে ছোট সাইজের ইলিশের দাম কিছুটা নাগালে আছে৷ ইলিশের ভরা মৌসুমে দাম আরও কম হওয়া উচিত।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাছ বিক্রেতা হাবিব মিয়া বলেন, ‘বড় ইলিশের চাহিদা খুব বেশি। কিন্তু সেই তুলনায় বড় ইলিশের সরবরাহ হচ্ছে না। এই জন্যই দাম কিছুটা বেড়েছে। বড় ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে যাবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়