ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে

বাংলাদেশের দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্বব্যাংকের একটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বিশ্বব্যাংক যদি আপডেট ডাটা দিত তাহলে দারিদ্র্যের চিত্র আরো উন্নত হতে পারত। কারণ, দেশের দারিদ্র্য বিমোচনের জন্য নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দেশের কৃষিক্ষেত্র আধুনিক হচ্ছে। এছাড়া বাংলাদেশের শ্রমিকরাও অনেক শক্তিশালী।’

মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক তাদের রিপোর্টে জানিয়েছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় বেশিরভাগই সম্ভব হয়েছে শ্রম আয় বৃদ্ধির কারণে। ফলে ২০১০ থেকে ২০১৬ সালের মধ‌্যে দেশের ৮০ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। কিন্তু এটা পুরাতন ডাটা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন আগামী ২০৩০ সাল নাগাদ দেশে দারিদ্র্য যেন না থাকে সেজন্য। আমি মনে করি এই ক্ষেত্রে আমরা সফল হব।’

তিনি বলেন, ‘এখন স্বাভাবিক নিয়মেই প্রবৃদ্ধি ৮ শতাংশের উপরে। আমরা এতদিন অনেক বিনিয়োগ করেছি, বিশেষ করে অবকাঠামো খাতে। অবকাঠামোর একটা ফিজিক্যালি ও অন্যটি ননফিজিক্যালি বিনিয়োগ। ননফিজিক্যালি যেমন; শিক্ষাখাতে অনেক বিনিয়োগ করেছি। আমরা মানবসূচক উন্নয়নেও বিনিয়োগ করেছি। এসবের আউটপুট পেতে থাকব। আমরা পদ্মাসেতু প্রকল্পে বিনিয়োগ করেছি। শুধু পদ্মাসেতু এক শতাংশ প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে। আমি আশ্বস্ত করেছি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছাবে। তখন দারিদ্র‌্য আরো কমে যাবে।’ 

ইতোমধ্যে যারা দারিদ্র্যমুক্ত হয়েছেন, তারা আর গরিব হবেন না বরং সামনের দিকে এগোবে তারা, এমন কথা বলেন তিনি।



ঢাকা/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়