ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লেনদেন বেড়েছে ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেনদেন বেড়েছে ডিএসইতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে লেনদেন বেড়েছে। পাশাপাশি মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন।

মঙ্গলবার লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার, যা গতকালের চেয়ে ৩৮ কোটি ৭২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৬৯ কোটি ৩ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।


ঢাকা/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়