ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । সূচকের পাশাপাশি আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার  ৭৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার  ৬৫৪ পয়েন্টে।

টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ২৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩০৭ কোটি ৭৬ লাখ টাকা।

আজ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫১টি। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।


ঢাকা/নাসির/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়