ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তরায় সাউদার্ন অটোমোবাইলসের শাখা উদ্বোধন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরায় সাউদার্ন অটোমোবাইলসের শাখা উদ্বোধন

রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম সিএনজি ও এলপিজি কনভারশন প্রতিষ্ঠান সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, প্রতিষ্ঠানের নতুন এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ‌্যাডভোকেট সাহারা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন সাউদার্ন অটোমোবাইলসের চেয়ারম্যান মাসুদ আহমেদ, অপরেশন ডিরেক্টর স্বপন কুমার দেবনাথ, জেনারেল ম্যানেজার খলিলুর রহমান, অপরেশন ম্যানেজার সোহরাব হোসেন এবং কোম্পানি সেক্রেটারী লতিফুল ইসলাম।

সাউদার্ন দীর্ঘ ১৯ বছর ধরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও মানিকগঞ্জে এলজিপি ও সিএনজি কর্নভারশন করে যাচ্ছে।

বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে চাকরি দেয়ার ক্ষেত্রে সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড ও এর অঙ্গ প্রতিষ্ঠান সাউদার্ন রিনিউএবল এনার্জি লিমিটেড বিশেষ ভূমিকা রাখছে।  গ্রামে সৌর বিদ্যুৎ পৌঁছে দেয়ার ক্ষেত্রেও সাউদার্ন রিনিউএবেল এনার্জি লিমিটেড কাজ করছে।

এই ধারবাহিকতায় সাউদার্ন অটোমোবাইলস উত্তরায় নতুন একটি সিএনজি, এলজিপি রূপান্তর কারখানা ও ওয়ার্কশপ স্থাপন করেছে।

 

ঢাকা/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়