ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সরকারি চাকরিজীবীদের বেতন দিতে বিইএফটিএন চালু রাখার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি চাকরিজীবীদের বেতন দিতে বিইএফটিএন চালু রাখার নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়াসহ সব ধরনের লেনদেনের জন্য দেশে কার্যরত ব্যাংকগুলোকে দুই দিন (১ ও ২ এপ্রিল) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করেছে।  এ সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা (নগদ উত্তোলন ও জমা) চালু রাখা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়াসহ সব ধরনের লেনদেন সম্পন্নের জন্য বিইএফটিএন প্লাটফর্মটি শুধুমাত্র ১ ও ২ এপ্রিল চালু থাকবে।

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) প্লাটফর্মের কার্যক্রম ছুটির সময়ে সার্বক্ষণিক চালু থাকবে এবং সংশ্লিষ্ট লেনদেনের সেটেলমেন্ট ছুটি পরবর্তী কার্যদিবসে সম্পন্ন করা হবে। বাংলাদেশ অটোমেডেট চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়