ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অপ্রয়োজনে মার্কেটে না আসার অনুরোধ মালিক সমিতির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অপ্রয়োজনে মার্কেটে না আসার অনুরোধ মালিক সমিতির

ক্রেতাদের অপ্রয়োজনে মার্কেটে না আসার অনুরোধ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বুধবার (১৩ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘মার্কেটগুলোতে ক্রেতা সাধারণ কিছু কিছু আসতে শুরু করেছে।  এর মধ্যে আমরা লক্ষ্য করলাম ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা অসাবধানতা দেখা দিয়েছে।  আমি সবাইকে অনুরোধ করবো, এটা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মাস।  অতএব আমরা নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যনীতি মনে চলি।  সামাজিক দূরত্ব মেনে চলি।  প্রয়োজন না হলে মার্কেটে না আসার অনুরোধ করছি।’

এর আগে গত ১১ মে স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছিলেন হেলাল উদ্দিন।

গত ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার।  যেখানে বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে সীমিত আকারে মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।  তবে ক্রয়-বিক্রয়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।  বড় বড় শপিংমলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে।  বিকেল ৪টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে হবে।


এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়