ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলতি বছর দেশে লবণ আমদানির প্রয়োজন হবে না: বিসিক

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চলতি বছর দেশে লবণ আমদানির প্রয়োজন হবে না: বিসিক

বর্তমানে দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে।  মজুদ লবণ দিয়েই আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণসহ আগামী ১০ মাস লবণের চাহিদা পূরণ করা সম্ভব হবে।  তাই এ বছর লবণ আমদানির কোনো প্রয়োজন হবে না।

রোববার (১৪ জুন) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সদ্য সমাপ্ত লবণ মৌসুমে উৎপাদিত নতুন লবণ এবং গত মৌসুম শেষে উদ্বৃত্ত পুরনো লবণ মিলিয়ে দেশে ২০ লাখ ৩ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।  চলতি বছরের নভেম্বরে নতুন মৌসুমের লবণ বাজারে আসবে। ফলে বর্তমান মজুদ দিয়ে  শিল্প ও ভোজ্য লবণের জাতীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে।

বিসিক সূত্র জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে শিল্প লবণের চাহিদা তুলনামূলক কম পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে প্রতি বছর নভেম্বর মাসে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়ে থাকে।  সে হিসাবে নতুন লবণ মৌসুম শুরু হওয়ার আর ৫ থেকে ৬ মাস বাকি। এরপর থেকেই আবারও বাজারে নতুন লবণ আসতে শুরু করবে।


ঢাকা/হাসান/শাহ আলম/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়