ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চালের দাম চড়া, ধানের দাম বেশিকে দায়ী করছেন বিক্রেতারা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চালের দাম চড়া, ধানের দাম বেশিকে দায়ী করছেন বিক্রেতারা

বাজারে বেড়েছে চালের দাম। খুচরা ও পাইকারি বাজারে প্রায় সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে দুই থেকে চার টাকা।

বিক্রেতারা বলছেন, বেশি দামে ধান কিনতে হচ্ছে। করোনাভাইরাসের মধ্যেও দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও ধানের দাম বেশি থাকায় কেজিতে চালের দাম অন্তত দুই থেকে চার টাকা বেড়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, রায়েরবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন চালের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ৪২ টাকার স্বর্ণা (গুটি) ৪৪ টাকা, ৪৫ টাকার লতা-২৮ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা, ৫৫ টাকার মিনিকেট ৬০ টাকা, ৫৭ টাকার নাজিরশাইল ৫৯ টাকা, ৬২ টাকার বাসমতি বিক্রি হচ্ছে ৬৪ টাকা।

মেসার্স দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক সাব্বির খালেক বলেন, চালের দাম নির্ভর করে ধানের ওপর। ধানের দাম যখন বৃদ্ধি পায়, চালের দামও তখন বেড়ে যায়। এ কারণে চালের দাম বেড়েছে।

যাত্রাবাড়ীর মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের প্রোপ্রাইটর মো. শহিদুল্লাহ বলেন, সরকার এক হাজার ৪০ টাকা করে প্রতি মণ ধান কৃষকের কাছ থেকে নিচ্ছেন। এক বস্তা চালের জন্য প্রায় দুই মণ ধানের প্রয়োজন। এরপর খাটনি তো আছেই। তাই চালের দাম বেড়েছে। সরকারের ধান কেনা হয়ে গেলে হয়তো তখন চালের দাম কমে আসবে।

বায়তুল মোকাররমে ইলেকট্রনিক্স পণ‌্য বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস দোকান বন্ধ ছিল। অথচ দোকান ভাড়া, কর্মচারীদের বেতন দিতে হয়েছে। এখন মার্কেট খুললেও তেমন বিক্রি নেই। তারপর আবার সবকিছুর দাম বেড়ে চলেছে। চালের বাজার চড়া।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। ইতিমধ্যে বাজার মনিটরিং শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে।


মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়