ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা উপসর্গে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কর্মকর্তার মৃত‌্যু

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ১৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা উপসর্গে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কর্মকর্তার মৃত‌্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বেসরকারি বিমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল ফারুক মারা গেছেন।

শনিবার (১৮ জুলাই) ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

আমির হোসেন জনি বলেন, আব্দুল্লাহ আল ফারুক ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সিনিয়র কর্মকর্তা।  কয়েকদিন আগে  করোনা উপসর্গ নিয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পরিবার শোকাহত। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজীতে।

প্রসঙ্গত, গত ২১ জুন করোনায় আক্রান্ত হয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের মারা যান।

 

হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়