ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাবতলীর হাটে ‘বাংলার বস’, দাম ৩০ লাখ টাকা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ২৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাবতলীর হাটে ‘বাংলার বস’, দাম ৩০ লাখ টাকা

রাজধানীর গাবতলীর পশুর হাটে এক নম্বর হাসিল ঘর। এখানে প্রতিদিন ক্রেতা, দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।  সবচেয়ে বড় গরুটা এখানে বিক্রির জন্য রাখা আছে।  গরুটির নাম ‘বাংলার বস’।

সোমবার (২৭ জুলাই) হাটে গিয়ে দেখা যায়, অনেকেই বাংলার বসকে দেখতে এসছেন।  কেউ সেলফি তুলছেন।  কেউ দাম জিজ্ঞেস করছেন।

গরুর মালিক যশোরের আসমত আলী রাইজিংবিডিকে বলেন, দেশের সবচেয়ে বড় গরু এটি। গত বছর কোরবানির ঈদের কয়েকদিন আগে যশোরের নিউমার্কেট এলাকার হাইকোর্ট মোড়ের খামারি মুকুলের কাছ বাংলার বসকে কেনা হয়। গরুটি ফ্রিজিয়ান জাতের।

 

আসমত জানান, ২৫ বছর ধরে তিনি গরু পালন করেন। মীম ডেইরি ফার্ম নামে তার একটি খামারও আছে। 

আসমত আলী বলেন, বাংলার বসের বয়স সাড়ে তিন বছর।  গরুটির শরীরে ৩৮ মণ মাংস আছে।  প্রতিদিন  ছোলা, সরিষার খৈল, ধানের কুড়া, ভুষি খাওয়ানো হয়।  এই গরুটি পালতে এখন পর্যন্ত আনুমানিক প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ টাকা খরচ হয়েছে।

দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ওর দাম নির্ধারণ করেছি ৩০ লাখ টাকা।  তবে ২৫ লাখ টাকা হলে বিক্রি করে দেবো।

আসমত আলীর দাবি, এ বছর কোরবানিতে এর চেয়ে বড় গরু আর পাওয়া যাবে না। তাই আশানুরুপ দামেই গরুটি বিক্রি করতে পারবেন তিনি।

হাসিবুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়