ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২০ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২০ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

করোনার সময়ে খাদ‌্য নিরাপত্তা নিশ্চেতে বাংলাদেশকে ২০ কোটি ২০ লাখ ডলার  ঋণ দিচ্ছেন বিশ্বব‌্যাংক।  এই অর্থে ৪৫ লাখ পরিবারের জন্য ৫ লাখ ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করা হবে।  রোববার (২ আগস্ট) বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে এই তথ‌্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক এই সংস্থা জানায়, গত ৩১ জুলাই বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।  ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্টের’ আওতায় এ ঋণ দেওয়া হবে। ৫ বছর গ্রেস দিয়ে এই ঋণ ৩০ বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বায়ু ও পানি নিরোধক ফুড কন্টেইনার তৈরি করে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকাগুলোর ৫ লাখ দরিদ্র কৃষক ও নারীপ্রধান নাজুক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

হাসনাত/এনই
 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়