ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছুটি শেষে ডিএসই-‌সিএসই‌তে ঊর্ধ্বমুখী সূচ‌ক

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ছুটি শেষে ডিএসই-‌সিএসই‌তে ঊর্ধ্বমুখী সূচ‌ক

ডিএসই-সিএসই

প‌বিত্র ঈদুল আজহা উপল‌ক্ষে ৩ দিন ছু‌টি শে‌ষে খু‌লে‌ছে দে‌শের উভয় শেয়ারবাজার। সপ্তা‌হের প্রথম কার্যদিবস সোমবার (৩ আগস্ট) সূচ‌কের উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন উভয় বাজারের সূচক বাড়লেওে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পা‌নিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বে‌ড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৬৬.৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯১.৩০ পয়েন্টে।আর ডিএসই-৩০ সূচক ১৯.৯৪ পয়েন্ট বে‌ড়ে অবস্থান করছে ১৪৪০.৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৪৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০ কোটি টাকা কম।

দিন শেষে ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তি রয়েছে ৯৪টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭.৭৯ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ‌্যে দর বেড়েছে ১৩৭টির,কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ১৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ঢাকা/এন‌টি/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়