ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএসই-সিএসইতে টানা ১০ কার্যদিবস সূচকের উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএসই-সিএসইতে টানা ১০ কার্যদিবস সূচকের উত্থান

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৫ আগস্ট) সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এ নিয়ে টানা ১০ কার্যদিবস সূচক বেড়েছে ডিএসই ও সিএসইতে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৭.১৫ পয়েন্টে।  শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৭.৪২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২.৪১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  যা আগের দিন থেকে ৪২ কোটি টাকা বেশি।

দিন শেষে ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তি রয়েছে ৭৪টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩০.২৫ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।  এর মধ‌্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়