ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একীভূত হচ্ছে রেনেটা ও রেনেটা অনকোলজি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
একীভূত হচ্ছে রেনেটা ও রেনেটা অনকোলজি

রেনেটা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়নখাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটার সঙ্গে একীভূত হচ্ছে রেনেটা অনকোলজি। কোম্পানিটি রেনেটার সহযোগী প্রতিষ্ঠান।

বুধবার (০৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতো, উচ্চ আদালত গত ১৯ জুলাই কোম্পানি দু’টিকে একীভূতকরণের বিষয়টি অনুমোদন দিয়েছেন।  এখন থেকে কোম্পানি দু’টির একীভূতকরণে আর কোনো বাধা নেই।

নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি একীভূত হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবেন রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা।

ঢাকা/এনটি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়