ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসই-‌সিএসইতে লেনদেনে সময় বাড়লো

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএসই-‌সিএসইতে লেনদেনে সময় বাড়লো

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

পুঁজিবাজা‌রে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনে‌ছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই-‌সিএসই) কর্তৃপক্ষ।  নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার (০৯ আগস্ট) থেকে লেনদেন চল‌বে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

বৃহস্প‌তিবার (০৬ আগস্ট) ডিএসই ও সিএসই থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।

‌ডিএসই ও সিএসইর সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়ে‌ছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা বাড়া‌নো হয়েছে।  রোববার থেকে নতুন এ সময়সূচি‌ কার্যকর হবে।  নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় লেনদেন শুরু হবে, যা দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হবে।

এর আগে ডিএসই ও‌ সিএসইতে লেনদেনের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। 

পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিএসই ও সিএসই এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/এন‌টি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়