ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রপ্তানি আয়ের ধারাবাহিকতা নির্ভর করছে করোনার ওপর

শাহ আলম খান  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রপ্তানি আয়ের ধারাবাহিকতা নির্ভর করছে করোনার ওপর

চলতি (২০২০-২১) অর্থবছরের জুলাইয়ে রপ্তানি আয় বাড়লেও বাকি ১১ মাস এর ধারাবাহিকতা বজায় থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব‌্যবসায়ীরা। তারা বলছেন, সেপ্টেম্বর পর্যন্ত উত্থান-পতন দেখা যাবে।  অক্টোবরে স্পষ্ট হবে গতিবিধি। তাও, করোনার আচরণের ওপর নির্ভর করছে।

ব্যবসায়ীরা জানান, জুনে নতুন ক্রয় আদেশ কমেছে। এই কারণে চলতি আগস্টেই রপ্তানি আয় ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। জুলাইয়ে সামান্য বেড়েছে। এতে সেপ্টেম্বরে রপ্তানি আয়ের চাকা পুনরায় উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।  

এদিকে, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি (২০২০-২১) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট)।  এতে দেখা গেছে, এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৪৬ কোটি ১৯ লাখ ২০ হাজার ডলার।  অর্থাৎ ৩৪৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের বিপরীতে আয় এসেছে ৩৯১ কোটি ডলারেরও বেশি। যা গতবছরের জুলাইয়ের চেয়ে ১৩ দশমিক ৩৯ শতাংশ বেশি। কিন্তু এতে রপ্তানির গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক খাতে আয় বাড়লেও গতবছরে তুলনায় প্রবৃদ্ধি আশানুরূপ বাড়েনি।

এ প্রসঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘রপ্তানি উর্ধ্বমুখী না নিম্নমুখী রূপ নেবে, তা নির্ভর করছে করোনার আচরণের ওপর। কারণ পণ্য কিনবেন ক্রেতা। তারা এখনো ঘরবন্দি। করোনা গেলে কেনাকাটা ও ভোগ-বিলাসিতা বাড়বে। এতে রপ্তানিও বাড়বে। এজন্য আরও ৩-৫ মাস অপেক্ষা করতে হবে। এরপরই রপ্তানি পরিস্থিতির ধারণা পাবো।’

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসিয়েশনের (বিকেএমইএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এপ্রিল-মে’র বাতিল হওয়া ক্রয় আদেশের আংশিক রি-অর্ডার করার ওপর ভর করে জুলাইয়ে রপ্তানি বেড়েছে। এরপরও শঙ্কা রয়েছে। কারণ করোনায় ক্রয় আদেশ ৩৫-৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে জুন-জুলাইতে নতুন রপ্তানি ক্রয় আদেশও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর প্রতিফলন আগস্ট ও সেপ্টেম্বরের রপ্তানি আয়ে পড়তে পারে। ’

জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্চের (পিই) চেয়ারম্যান ও বিশ্বব্যাংক গ্রুপের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ বলেন, ‘বিশ্ব পরিস্থিতির এখনো টামাটাল অবস্থা যাচ্ছে। বিশ্বমন্দার প্রভাবে উন্নত দেশগুলোর অর্থনীতিও প্রবৃদ্ধি হারাচ্ছে। লাখ লাখ মানুষ কর্মহীন। কাজ না থাকায় তাদের আয়ও কমেছে। সেসব দেশে ক্রেতা-ভোক্তার সক্ষমতা না বাড়লে বাংলাদেশের রপ্তানি খাতও ঝুঁকিমুক্ত হওয়ার সুযোগ কম।’

ঝুঁকি প্রসঙ্গে ড. মাসরুর রিয়াজ বলেন, ‘প্রতিযোগী দেশগুলোও এখন এসব ক্রেতার চাহিদা বুঝে লো কস্টে প্রোডাক্ট সাপ্লাইয়ের আগাম প্রস্তুতি নিচ্ছে। সেখানে যদি আমরা ক্রেতা ধরে রাখতে না পারি, তাহলে রপ্তানি খাত কঠিন চ্যালেঞ্জে পড়বে।’ এই বিষয়ে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ারও পরামর্শ দেন তিনি।

শাহ আলম খান/এনই
 
 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়