ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস।  সপ্তাহজুড়ে কোম্পানির ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার শেয়ার হাতবদল হয়ে মোট ১১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স।  কোম্পানির ১ কোটি ৬০ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১০৩  কোটি ২৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। কোম্পানির ৬৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ৭৭ কোটি ১৬ লাখ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, লাফার্জহোলসিম, ভিএফএস থ্রেড ডাইং ও সিলকো ফার্মাসিটিক্যালস।

তানিম/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়