ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এনআরবিসি ব্যাংকে ওয়েব বেইজড কর্পোরেট সার্ভিস চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এনআরবিসি ব্যাংকে ওয়েব বেইজড কর্পোরেট সার্ভিস চালু

অত্যাধুনিক এই ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়

কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে সহজ করতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক নিয়ে এলো সম্পূর্ণ ওয়েব বেইজড কর্পোরেট ব্যাংকিং সার্ভিস ‘প্লানেট প্লাস’।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অত্যাধুনিক এই ব্যাংকিং সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম।  প্রধান কার্যালয় থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

এছাড়াও দেশব্যাপী ব্যাংকের সব শাখা ব্যবস্থাপকরাও ভিডিও কনফারেন্সে অংশ নেন। 

‘প্লানেট প্লাস’ এনআরবিসি ব্যাংকের নিজস্ব আইসিটি বিভাগের তৈরি একটি অনলাইন ব্যাংকিং সেবা, যা কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে আরও স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করবে।

ঢাকা/ এম এ রহমান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়