ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসইসির কর্মপরিকল্পনা অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসইসির কর্মপরিকল্পনা অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো

সেকেন্ডারি মার্কেটে লেনদেনে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দক্ষতার সঙ্গে সার্ভিলেন্স কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএসইসির ৭৩৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সার্ভিলেন্স কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে কর্ম-পরিকল্পনা অনুমোদন ছাড়াও, সভায় পুঁজিবাজারের বিভিন্ন কার্যক্রমের ওপর গোপনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সার্ভিলেন্স বিভাগের নাম পরিবর্তন করে ‘মার্কেট সার্ভিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করায় শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা/এনটি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়