ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঋণের সুদ ৯ শতাংশের মধ্যে রাখার নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৫৮, ১ সেপ্টেম্বর ২০২০
ঋণের সুদ ৯ শতাংশের মধ্যে রাখার নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের লোগো

সুদহার নিয়ন্ত্রণ সংক্রান্ত আগের নিয়ম বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী এখন থেকে ব্যাংকগুলো ক্রেডিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই অন্যান্য সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশের বেশি সুদ রাখতে পারবে না।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা ১ এপ্রিল, ২০২০ থেকে কার্যকর বলে গণ্য হবে।

সার্কুলারে বলা হয়েছে, ৩০ মে, ২০১৮ তারিখে জারি করা বিআরপিডি সার্কুলার নং-৫ এর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ব্যাংকগুলো নতুন ঋণ মঞ্জ‍ুরি ছাড়াও বিদ্যমান ঋণ হিসাবগুলোতেও অযৌক্তিক মাত্রায় উচ্চতর সুদহার নির্ধারণ রোধ, ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং নতুনভাবে খেলাপি ঋণ সৃষ্টির ঝুঁকি এড়ানোর জন্য আগের ওই প্রজ্ঞাপনের কিছু নির্দেশনা দেওয়া হয়। 

তবে গত ২৪ ফেব্রুয়ারি জারি করা বিআরপিডি প্রজ্ঞাপনের মাধ্যমে ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া অন্যান্য সব ধরনের অশ্রেণিভুক্ত ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়।  তার পরিপ্রেক্ষিতে বিআরপিডির জারি করা নির্দেশনা রহিত করা হলো।

শাহ আলম খান/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়