ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন মাইক্রো-টেকের দুই কপি ডকুমেন্ট হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:০২, ২ সেপ্টেম্বর ২০২০
ওয়ালটন মাইক্রো-টেকের দুই কপি ডকুমেন্ট হারিয়েছে

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের দুই কপি মূল ডকুমেন্ট (পুনঃআমদানির নিমিত্তে রপ্তানি করার অনুমতিপত্র), এর সঙ্গে সংযুক্ত ইম্পোর্ট বিল অব এন্ট্রি এবং এক্সপোর্ট বিল অব এন্ট্রি হারিয়েছে।

ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ‌্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নাজমুল হুদা জানিয়েছেন, চলতি বছরের গত ১৮ আগস্ট (মঙ্গলবার) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উল্লিখিত ডকুমেন্টগুলো হারিয়ে যায়। ডকুমেন্টের পারমিট নম্বর ০৭৩৮২২ (১৭-০৭-২০১৭) এবং এর সঙ্গে সংযুক্ত ইম্পোর্ট বিল অব এন্ট্রি, এক্সপোর্ট বিল অব এন্ট্রি ও ডকুমেন্টের পারমিট নাম্বার ০৯৯১৪৫ (১৯-০৭-২০১৮)। এ বিষয়ে ভাটারা থানায় ৩০ আগস্ট জিডি করা হয়েছে। জিডি নম্বর ১৭৩৪।

যদি কোনো ব্যক্তি এসব ডকুমেন্ট খুঁজে পান, তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: মো. নাজমুল হুদা, ওয়ালটন করপোরেট অফিস, প্লট: ১০৮৮, রোড: ৮০ ফিট (২), ব্লক: আই, বসুন্ধরা আবাসিক এলাকা, পিআইও: খিলখেত, ভাটারা, ঢাকা-১২২৯। মোবাইল নম্বর: ০১৬৮৬৬৯৪৩০৮।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়