ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২০  
পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

দেশের পুঁজিবাজারে বুধবার (১৬ সেপ্টেম্বর) অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন উভয় বাজারে সূচকের মিশ্র অবস্থা থাকলেও বেড়েছে লেনদেন।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার ও ইউনিট দর।  

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং সিএসসিএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির শেয়ার ও ইউনিটের দর। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ টাকা।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়