RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১১ ১৪২৭ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪২

আইপিও অনুমোদন পেলো এএফসি হেলথ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২০  
আইপিও অনুমোদন পেলো এএফসি হেলথ

এএফসি হেলথ লিমিটেড

এএফসি হেলথ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)  এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসি ৭৪০তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা উত্তোলন করবে।  কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৪ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়