ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জিকিউ বলপেনের অস্বাভাবিক দর বৃদ্ধি: তদন্ত কমিটি গঠন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২০  
জিকিউ বলপেনের অস্বাভাবিক দর বৃদ্ধি: তদন্ত কমিটি গঠন 

বেশ কিছু দিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এর কারণ খুজে বের করতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে সন্দেহজনক ১০টি বিও হিসাব জব্দ করেছে কমিশন। 
 
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি রাইজিংবিডি কে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। 

বিএসইসি সূত্রে জানা গেছে, জিকিউ বলপেনের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে গত ২৪ আগস্ট কোম্পানির পক্ষ থেকে বলা হয়, দর বাড়ার কোনো ধরনের সংবেদনশীল তথ্য নেই। অস্বাভাবিক দর বাড়ার কারণে বিএসইসি ১০টি বিও হিসাবকে সন্দেহজনক মনে করছে। এসব বিও হিসাব থেকে ৩০ লাখ শেয়ার লেনদেন করা হয়েছে। এ কারণে এসব বিও হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিও হিসাবগুলো বন্ধ থাকবে। 

শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) জিকিউ বলপেনের শেয়ার সর্বশেষ ২৪০ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।গত ৭ জুলাই কোম্পানির শেয়ার দর ছিল ৬৬ টাকা ১০ পয়সা। এরপর থেকে অধিকাংশ সময় দর বেড়েছে। প্রায় দুই মাসে দর বেড়েছে ১৭৪ টাকা ৮০ পয়সা।

ঢাকা/এনএফ/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়