ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশেষ অডিট হবে ফারইস্ট লাইফ ইন্স‌্যুরেন্সে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৩:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২০
বিশেষ অডিট হবে ফারইস্ট লাইফ ইন্স‌্যুরেন্সে

ফাইল ছবি

গ্রাহকদের দাবি পরিশোধ না করাসহ নানা আর্থিক অনিয়মের জড়িয়ে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। 

আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানিতে বিশেষ অডিট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে বিএসইসি বিশেষ অডিটের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিশেষ অডিটের দায়িত্ব সম্প্রতি ওহাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে দেওয়া হয়েছে। 

অডিটর প্রতিষ্ঠান আগামী দুই মাসের মধ্যে কোম্পানিটির অডিট শেষ করবে। এজন্য অডিট ফার্মকে চার লাখ ৯০ হাজার টাকা ফি দেওয়া হবে। 

জানা গেছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরের আর্থিক বিবরণীতে নানা অনিয়ম পেয়েছে বিএসইসি। একই সঙ্গে গ্রাহকদের বিমার মেয়াদ শেষ হলেও দাবি নিস্পত্তি না করারও অভিযোগ পাওয়া গেছে। 

বিমা দাবি নিস্পত্তি না করলেও কোম্পানির স্থায়ী আমানত দিন দিন কমছে। একই সঙ্গে কোম্পানি পলিসি থেকে আয়ও কমছে।

পুঁজিবাজারে ২০০৫ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা সাত কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ২৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনএফ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়