ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে কেয়া কসমেটিকসের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০  
কারণ ছাড়াই বাড়ছে কেয়া কসমেটিকসের শেয়ার দর

কেয়া কসমেটিকসের লোগো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকসের শেয়ার দর বাড়ার কোনো কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে কেয়া কসমেটিকসের শেয়ার দর বাড়ছে। ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির এভাবে শেয়ার দর বাড়ার বিষয়টিকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। এ কারণে দর বাড়ার কারণ জানতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাবে কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো ধরনের কারণ বা মূল্য সংবেদেনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে।
 
পর্যালোচনায় দেখা গেছে, কেয়া কসমেটিকসের শেয়ার গত ২৮ জুলাই ২ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।  এর মধ্যে গত ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার ৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। 

আলোচ্য সময়ের মধ্যে অধিকাংশ সময়ই কোম্পানির শেয়ার দর বেড়েছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়