ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে প্রজ্ঞাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২৬, ২২ সেপ্টেম্বর ২০২০
পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে প্রজ্ঞাপন

আমদানিকরা পেঁয়াজের সব শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন ইস্যু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআর পেঁয়াজের ওপর আরোপ করা সব আমদানি শুল্ক হতে অব্যাহতি দেওয়া হলো। আর এ আদেশ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়।

যেখানে বলা হয়েছিল, সম্প্রতি পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এছাড়া, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে এ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজ চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং আমদানি-নির্ভরতা কমাতে ২০২০-২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের ওপর থেকে ওই শুল্ক প্রত্যাহার করে সরকার।

এর আগে ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনলাইন সভায় পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন।

ঢাকা/এম এ রহমান/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়