ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুহৃদের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০  
সুহৃদের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ

নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। এ কারণে কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই করতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, নিরীক্ষক প্রতিষ্ঠান হাওলাদার ইউনূস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিশেষ অডিট করার জন্য নিয়োগ দিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানটি সুহৃদ ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদন বিশেষ অডিট করবে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের এবং ৩১ ডিসেম্বর সময়ের আর্থিক প্রতিবেদনগুলো বিশেষভাবে খতিয়ে দেখবে। 

নিরীক্ষক প্রতিষ্ঠানকে তাদের প্রতিবেদন কমিশনে জমা দিতে  ৩০ কার্যদিবস সময় বেধে দিয়েছে বিএসইসি। 

বিএসইসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে বিএসইসির নিকট বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে আর্থিক প্রতিবেদনে অনিয়মও রয়েছে। এসব অনিয়ম খতিয়ে দেখতে নিরীক্ষক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। যদি কোনো ধরনের অনিয়ম ধরা পড়ে তাহলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 

সুহৃদ ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে ২০১৪ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির শেয়ার সংখ্যা ৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৭৫০টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ১২.১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.২১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৮.৭৮ শতাংশ শেয়ার আছে। 

 

ঢাকা/ এনএফ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়