ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বিমা কোম্পানির জন্য ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২০  
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বিমা কোম্পানির জন্য ছাড়

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বিমাখাতের কোম্পানির জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।  

কোম্পানিগুলো ফিক্সড প্রাইস মেথডে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে। আগে আইপিওতে ৩০ কোটি টাকা সংগ্রহ করার নিয়ম ছিল। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসি ৭৪১তম কমিশন সভায় বিমা কোম্পানিগুলোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন বিমা কোম্পানির জন্য কিছুটা ছাড় দিয়েছে। এর মাধ্যমে দেশের ২৬টি বিমা কোম্পানিকে আইপিওর মাধ্যমে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ন্যূনতম ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ফলে কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে সহজে মূলধন উত্তোলন করতে পারবে। শিগগিরই কমিশন এ সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করবে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়